সাত কলেজের সর্বাঙ্গে ব্যথা
২০১৭ সালে ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের নানা সংকট নিয়ে আন্দোলন চলছিল। তখন প্রধানমন্ত্রীর এক কথায় কোনো রকম প্রস্তুতি ও আয়োজন ছাড়া কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত করার আগে সাত কলেজের শিক্ষার মান উন্নয়নের স্লোগান তোলা হয়েছিল কিন্তু বাস্তবে উন্নতির স্থলে হলো অবনতি। শুরু হলো সেশনজটের নতুন সংকট। সেই সংকট দূর করতে দিনের পর দিন আন্দোলন হলো নীলক্ষেতে। এর মধ্যে ২০২০-এ করোনা এলো। লম্বা বন্ধে সেশনজট আরও বেড়ে গেল।
২০২১-এর শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন সমাধান সূত্র আনল–১২ মাসের কোর্স শেষ হবে ৮ মাসে। ফল যা হওয়ার তা হলো– ১২ মাসের কোর্স যারা ১৩ মাসেও শেষ করতে পারে না, তারা ৮ মাসে কোর্স শেষ করতে গিয়ে শ্রেণিকক্ষের পাঠদানই প্রায় উঠে গেল। শিক্ষক ও শ্রেণিকক্ষের ভয়ানক সংকটে এলোমেলো হলো ক্লাস শিডিউল। কোর্স শেষ না করতে পেরে একটি সাজেশন দিয়ে নিয়ে নেওয়া হলো ইন কোর্স ও টেস্ট পরীক্ষাগুলো।