মাইক্রোসফটের অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনায় যুক্তিতর্ক শেষ হল আদালতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১৯:৪৩

আদালতে একযোগে হাজির হয়েছিলেন মাইক্রোসফট ও ফেডারেল ট্রেড কমিশনের আইনজীবীরা। শীর্ষ গেইম কোম্পানি কেনায় এই সফটওয়্যার জায়ান্টের উদ্যোগে বাধ সাধছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট সংস্থা।


বুধবারের চূড়ান্ত শুনানীতে মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা এবং অ্যাক্টিভিশন ব্লিজার্ডের ববি কোটিকও সাক্ষ্য দেন।


ছয় হাজার নয়শ কোটি ডলারের সম্ভাব্য ক্রয় চুক্তিটি গেইমিং শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহন হতে যাচ্ছে।


গেইমিং শিল্পে অনেক কোম্পানিই গেইম তৈরি করে। এদের মধ্যে অন্যতম শীর্ষ কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ড, যাদের কল অফ ডিউটি গেইমিং ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গেইমগুলোর একটি। আবার অনেক কোম্পানি গেইম খেলার যন্ত্র বা কনসোল তৈরি করে, যেগুলোতে  গেইম খেলতে হয়। এদের মধ্যে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে প্লেস্টেশন নির্মাতা সনি, এক্সবক্স নির্মাতা মাইক্রোসফট এবং উয়ি নির্মাতা নিনটেনডো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও