কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রুশ হ্যাকারদের কাছে মাইক্রোসফটের গোপন সোর্স কোড

প্রথম আলো প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ১২:৫০

গত বছরের নভেম্বর মাসে একদল রুশ হ্যাকার মাইক্রোসফটের করপোরেট ই–মেইল সেবায় সাইবার হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তার ই-মেইল তথ্যসহ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করে। তবে বিষয়টি মাইক্রোসফট জানতে পারে এ বছরের জানুয়ারি মাসে। ওই সময় সাইবার হামলার বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছিল, রাশিয়ান হ্যাকার দল ‘মিডনাইট ব্লিজার্ড’ সাইবার হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি চুরি করেছে। এবার মাইক্রোসফট জানিয়েছে, চুরি করা নথিগুলো কাজে লাগিয়ে সম্প্রতি মাইক্রোসফটের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশ করে গোপন সোর্স কোড সংগ্রহ করেছে হ্যাকার দলটি।


মাইক্রোসফটের সিকিউরিটি রেসপন্স সেন্টারের এক ব্লগ বার্তায় বলা হয়েছে, সম্প্রতি আমরা লক্ষ করেছি, মিডনাইট ব্লিজার্ড হ্যাকার দল করপোরেট ই–মেইল সেবা থেকে চুরি করা তথ্য ব্যবহার করে আমাদের সিস্টেম ও নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করেছে। এতে তারা মাইক্রোসফটের অভ্যন্তরীণ সিস্টেম প্রবেশের পাশাপাশি সোর্স কোড সংগ্রহ করেছে। তবে সরাসরি ব্যবহারকারীদের জন্য যেসব সার্ভার ব্যবহৃত হয়, সেগুলোতে প্রবেশ করতে পারেনি হ্যাকার দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও