You have reached your daily news limit

Please log in to continue


আলিঙ্গন কি সত্যিই কষ্ট কমায়

দুঃখ বা আনন্দের সময়ে, আমরা প্রায়ই আমাদের প্রিয়জনকে আলিঙ্গন করে সান্ত্বনা খুঁজি। মা, বাবা, ভাইবোন বা সঙ্গী যেই হোক না কেন, জীবনের নানা ক্ষেত্রে তাদেরকে আলিঙ্গন করে সবাই শান্তি খোঁজেন। আলিঙ্গন মানসিক কষ্ট কমায় এবং মনে স্বস্তি দেয়।

গবেষণা অনুসারে, কাউকে আলিঙ্গন করা কেবল একাকীত্বের কষ্টই কাটায় না বরং শরীরের উপর নেতিবাচক প্রভাবও কমায়। আলিঙ্গনে মনে আনন্দ জাগানোর ক্ষমতা আছে, যা সুস্বাস্থ্য বজায় রাখতে খুবই জরুরি। আলিঙ্গনে শরীর থেকে ভালো হরমোন নি:সরণ হয়, যার ফলে মনও ভালো থাকে। আলিঙ্গনে আরও যেসব উপকারিতা হয়-

নিরাপত্তা এবং আস্থার অনুভূতি তৈরি করে:আলিঙ্গনে নিরাপত্তার পরিবেশ তৈরি হয়। এর ফলে মানসিক সংযোগ বাড়ে।

অক্সিটোসিনের মাত্রা বাড়ায়: কাউকে আলিঙ্গন করলে অক্সিটোসিনের মাত্রা দ্রুত বাড়ে। যার ফলে একাকীত্ব, বিচ্ছিন্নতা এবং রাগের অনুভূতি কমে।

ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে: আশ্চর্যজনকভাবে, আলিঙ্গন রক্তে শ্বেতকণিকার উৎপাদন নিয়ন্ত্রণে, সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন