কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল চারজনের

বিডি নিউজ ২৪ পত্নীতলা প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২৩:২০

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে চারজন প্রাণ হারিয়েছেন।


শনিবার বিকালে পত্নীতলা উপজেলার ছোট মহারন্দী ও ফতেপুর গ্রামে তিনজন এবং পোরশা উপজেলায় একজন নিহতের কথা জানিয়েছে পুলিশ।


নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের ছয়ফুদ্দিন মণ্ডলের ছেলে মাসুদ রানা (২৭), আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২), আব্দুস সামাদের ছেলে খাদেমুল ইসলাম (৪০) এবং পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।


পত্নীতলা থানার ওসি পলাশ কুমার দেব জানান, শনিবার বিকাল ৪টার দিকে ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা বাড়ির পাশে আম বাগানে কীটনাশক ছিটিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান। বজ্রপাতে ওই এলাকার দুটি গরু মারা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও