সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে আজ সোমবার অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ। আজ আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে। এরপর উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।
আজ সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এদিকে আজ বেলা ১১টায় সুপ্রিম কোর্টে এবং বাদ জোহর বায়তুল মোকাররমে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে আব্দুর রাজ্জাককে দাফন করার কথা রয়েছে।
এর আগে গতকাল রোববার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল এশার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।