
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: কেবল পুরুষের কেন শাস্তি, হাই কোর্টের রুল
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনের দায়ে শুধুমাত্র পুরুষকে শাস্তির আওতায় আনার বিধান কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশের ৯(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট মামলার প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ রোববার এই রুল জারি করে।
আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী মো. রাশিদুল হাসান এবং মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’ গত ৭ এপ্রিল হাই কোর্টে এই রিট আবেদন করে। সেখানে বলা হয়, সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারাটি সংবিধানের ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, “দু’জন প্রাপ্তবয়ষ্ক নারী ও পুরুষ যদি পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং বিয়ে না করেন সেক্ষেত্রে শুধুমাত্র পুরুষকে শাস্তি প্রদান করা অযৌক্তিক।