
মহাসড়কে থামছে না ডাকাতি-ছিনতাই, পশু ব্যবসায়ীরাও আতঙ্কে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৯:৫০
দেশের মহাসড়কগুলো নিরাপদ রাখতে কাজে আসছে না পুলিশের নানাবিধ পদক্ষেপ। জনসচেতনতায় মাইকিং, পোস্টারিং, অত্যাধুনিক সিসি ক্যামেরা, নিরাপত্তা টহল বাড়িয়েও ঠেকানো যাচ্ছে না ছিনতাই-ডাকাতি। দিনের যাত্রাও নিরাপদ নেই। কোরবানির ঈদ সামনে রেখে আতঙ্কে ভুগছেন পশু ব্যবসায়ীরাও।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, জনবল কম থাকায় বাড়তি ফোর্স নিয়ে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাধিক টিমে বিভক্ত হয়ে কাজ করছেন তারা। মাইকিং, পোস্টারিং করে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। গভীর রাতে চলছে টহল। দেশের আটটি মহাসড়কের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটারজুড়ে বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। এত নিরাপত্তা ব্যবস্থা, টহল আর তদারকির মধ্যেও মহাসড়কে ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঠেকানো যাচ্ছে না।