দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার হলেন গোলাম রব্বানী নাদিম। তিন হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত আর দম রাখতে পারেননি; চিরতরে ছেড়ে দিয়েছেন। একের পর এক হত্যা, হামলা, হুমকির মুখে স্থানীয় সাংবাদিকদের বাকিরা কতদিন দম রাখতে পারেন– এই ঘটনা সেই প্রশ্ন সামনে এনেছে।
নাদিম অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। থাকতেন বকশীগঞ্জেই। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। বকশীগঞ্জের সরকারি কলেজ মোড় এলাকায় তাঁকে ১০-১২ জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা হাসপাতাল, পরে জামালপুর জেলা হাসপাতাল; সবশেষে বিভাগীয় সদর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু ঘটে। (সমকাল অনলাইন, ১৫ জুন ২০২৩)।
- ট্যাগ:
- মতামত
- সাংবাদিক
- নির্যাতন
- সাংবাদিকতা
- আওয়ামী লীগ