অমানবীয় ‘রোবট-কুকুর’ দিয়ে সীমান্ত পাহারা কতটা মানবিক
গত বছর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘রোবট ডগ’ মোতায়েন হবে—এমন একটি বিজ্ঞাপন দিয়েছিল। হোমল্যান্ড সিকিউরিটি এ নিয়ে তাদের ওয়েবসাইটে সে সময় একটি উৎসাহব্যঞ্জক প্রতিবেদনও প্রকাশ করেছিল।
প্রতিবেদনটিতে তারা জানায়, রোবট ডগ মোতায়েনের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) শক্তি বৃদ্ধি ও কর্মীদের ‘প্রাণঘাতী ঝুঁকি’র আশঙ্কা কমিয়ে আনা।
রোবট ডগ নিয়োগে মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে যাতে কোনো ধরনের সন্দেহের উদ্রেক না হয়, সে জন্য প্রতিবেদনে একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চল হলো রুক্ষ অঞ্চল, তাপমাত্রাও চরমভাবাপন্ন, এর বাইরেও পরিবেশবান্ধব নয় এমন অনেক ঝুঁকি রয়েছে। এসব প্রতিবন্ধকতা সীমান্তরক্ষীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিপজ্জনক বাধা তৈরি করতে পারে।’