কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তত্ত্বাবধায়ক সরকার কেন সম্ভব নয়

www.dainikbangla.com.bd মো. সাখাওয়াত হোসেন প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১২:০৪

সংবিধানের বাইরে গিয়ে গঠিত সরকার বাংলাদেশের জন্য কখনোই কল্যাণকর ছিল না। উল্টো নানাভাবে ওই সরকারগুলো বিশ্ব পরিমণ্ডলে বিভিন্ন সম্পর্কে টানাপোড়েনের জন্য বহুভাবে দায়ী। আপাত দৃষ্টিতে বলা যায়, অসাংবিধানিক সরকার রাষ্ট্রক্ষমতায় এলে রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে অমর্যাদার শিকার হয়ে থাকে এবং এর রেশ বয়ে যেতে হয় সাধারণ জনগণের। প্রকৃত অর্থে, জনমানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, শোষকশ্রেণির দাপটে শোষিতরা নিষ্পেষিত ও বঞ্চিত হয়ে থাকে। নিত্যপণ্যের জিনিসপত্রের লাগামহীন দাম ভোক্তাদের বেকায়দায় ফেলে দেয়। বিদেশি বন্ধুদের পক্ষ থেকে নানাবিধ খড়্গ নেমে আসে। ক্রমান্বয়ে বিদেশি বিনিয়োগ কমে আসতে থাকে। দেশের অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়ে।



১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এ দেশে স্বাধীনতাবিরোধী চক্রের রাজত্ব কায়েম হয়। পরবর্তী সময়ে স্বৈরশাসক, সেনাশাসিত সরকার রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে সংবিধান লঙ্ঘনসহ গুরুতর আইন প্রণয়ন করে রাষ্ট্রের মূল ভিতকে নষ্ট করে দিয়েছিল। পরবর্তীকালে স্বৈরশাসক ও সেনাশাসিত সরকারকে জনগণ পদত্যাগে বাধ্য করায় গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। এর কিছু দিন পর ১/১১-এর কালে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘায়িত হয়ে সেনাশাসিত সরকার দায়িত্ব নিয়ে রাজনীতিবিদদের ওপর চড়াও হয় এবং মাইনাস টু ফর্মুলার নামে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করে। শেষঅবধি ছাত্র-শিক্ষকদের আন্দোলন ও আওয়ামী লীগ কর্মীদের তুমুল আন্দোলনের পরিপ্রেক্ষিতে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এবং বিপুল জনমত নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও