You have reached your daily news limit

Please log in to continue


‘গায়েত্রীর বাসায় রাতে থাকতেন বাবুল আক্তার’

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যার মামলায় সাক্ষ্য দেওয়ার সময় দুই সাক্ষী দাবি করেছেন, বাবুল আক্তার তার বান্ধবী গায়েত্রী অমর সিংয়ের বাসায় মাঝে মাঝে সন্ধ্যার পর যেতেন এবং রাতে থাকতেন। গভীর রাতে কখন বাবুল ওই বাসা থেকে বেরিয়ে যেতেন, তারা জানতেন না। অমর সিংকে নিয়ে মিতু ও বাবুলের মধ্যে বাসায় একাধিকবার ঝগড়াও হয়েছে। 

রোববার আদালতে এসব কথা বলেন বাবুলের বাসার কাজের লোক মনোয়ারা বেগম বাপ্পী ফাতেমা ও বাবুলের বান্ধবী আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ভারতীয় বংশোদ্ভুত নারীর বাসার কাজের লোক পম্পি বড়ুয়া। চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে তারা সাক্ষ্য দেন।

চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশীদ বলেন, দুই গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যে নতুন নতুন তথ্য উঠে এসেছে। সাক্ষ্যগ্রহণের পর পম্পি বড়ুয়াকে আসামিপক্ষের জেরা সম্পন্ন করেছে। ফাতেমার জেরা অসমাপ্ত অবস্থায় আদালত সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন