খাদিজা রাষ্ট্রের জন্য এতটাই ভয়ংকর?
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট সাত হাজার একটি মামলা হয়েছে। এখন জুন মাস। গত পাঁচ মাসে এই আইনে আরও কয়েক শ লোকের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই।
গত সোমবার জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী ওই তথ্য জানালেও এ আইনে গ্রেপ্তারের সংখ্যা জানাতে পারেননি। তিনি ঠেলে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের সেপ্টেম্বরে পাস এবং ওই বছর ৮ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। এর তিন দিনের মাথায় ১১ অক্টোবর প্রথম এই আইনের অধীনে মামলা হয়। এর পর থেকে মামলা চলছেই। বেশিরভাগ ক্ষেত্রে মামলার বাদী পুলিশ কিংবা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। আর বিবাদী হলেন—সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিরোধী দলের নেতা-কর্মীরা। একই ঘটনায় একই ব্যক্তির বিরুদ্ধে এই আইনে বহু মামলা করারও নজির আছে।