‘জনবান্ধব’ বাজেটে আয় না থাকলেও কর

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১৬:৩৫

সদ্য ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে ‘সবার জন্য’ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সুরে একে ‘জনবান্ধব’ বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এটি হচ্ছে ‘গণমুখী ও গরিববান্ধব’ বাজেট। মোটকথা, তাঁদের ভাষায় এ হচ্ছে এমন এক গণমুখী বাজেট, যেখানে সাধারণ মানুষের স্বার্থ ও প্রয়োজনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।


তো এবার সবার জন্য প্রণীত গণমুখী বাজেটের জনবান্ধব বৈশিষ্ট্যগুলো কেমন, তা খানিকটা যাচাই করে দেখা যাক। প্রথমেই আসা যাক করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম দুই হাজার টাকা আয়কর দেওয়ার বাধ্যবাধকতা প্রসঙ্গে। এ কেমন জনবান্ধব যে করযোগ্য আয় না থাকা সত্ত্বেও একজন নিম্নবিত্ত নাগরিককে তাঁর সামর্থ্য ও প্রচলিত বিধানের বাইরে গিয়ে রাষ্ট্রের প্রবঞ্চনামূলক সিদ্ধান্তের কারণে কর দিতেই হবে? ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সম্পূর্ণ নতুনভাবে উত্থাপিত এ কর-প্রস্তাব শুধু অযৌক্তিকই নয়, একই সঙ্গে তা করমুক্ত আয়সীমা নির্ধারণের বিদ্যমান ব্যবস্থা ও বিধানের সঙ্গেও সাংঘর্ষিক। এ অবস্থায় যদি ধরেই নিতে হয় যে করযোগ্য আয় না থাকলেও দুই হাজার টাকা আয়কর দেওয়ার প্রস্তাব শেষ পর্যন্ত চূড়ান্ত বাজেট-বিলেও অন্তর্ভুক্ত থাকবে, তাহলে করমুক্ত আয়সীমা নির্ধারণের পদ্ধতিটি অবশ্যই পরিবর্তন করতে হবে। এখন জনপ্রতিনিধিত্বের দাবিদার জাতীয় সংসদের সদস্যদের সিদ্ধান্ত নিতে হবে তাঁরা কোনটি করবেন—আয়বিহীন মানুষের ওপর দুই হাজার টাকা কর বসানোর অর্থমন্ত্রীর প্রস্তাব পাস করবেন, নাকি জননিপীড়নের এ শোষণমূলক প্রস্তাব নাকচ করে দিয়ে এ-সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাতেই থেকে যাবেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও