কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃষকের ভাবনায় জাতীয় বাজেট

ঢাকা পোষ্ট সমীরণ বিশ্বাস প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১১:০৮

কৃষিপ্রধান বাংলাদেশে জাতীয় আয়ের বৃহৎ অংশ কৃষিজ উৎস থেকে আসে। প্রত্যক্ষ-পরোক্ষভাবে কৃষিতে ৭০ ভাগ মানুষ নিয়োজিত থাকার পরও প্রাক-বাজেট আলোচনায় এই শ্রেণি-পেশার মানুষের কোনো অংশগ্রহণ থাকে না।


তৃণমূল কৃষকদের একান্তই চিন্তা এবং ভাবনা, তাদের কৃষি সংশ্লিষ্ট দৈনন্দিন সমস্যা, চাওয়া-পাওয়া এবং সুপারিশগুলো মাথায় রেখে জাতীয় বাজেট প্রতিফলিত হবে। এমন আশা আমাদের দেশের সব কৃষকদের।


আগামী বাজেটে কৃষির সবগুলো খাত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। মূলত জাতীয় বাজেটের সঙ্গে কৃষকের চিন্তা এবং ভাবনাকে সম্পৃক্ত করতে পারলেই সত্যিকারের একটি কৃষিবান্ধব জাতীয় বাজেট প্রতিফলিত হবে।


কৃষিতে কৃষকের সমস্যা


বর্তমান সময়ে মাঠ পর্যায়ের কৃষকের সমস্যাগুলো তুলে আনতে পারলেই আগামীতে একটি সঠিক, সুন্দর ও কৃষিবান্ধব বাজেট প্রণয়ন সম্ভব। তারই আলোকে কৃষকের যেসব সমস্যা পরিলক্ষিত হয় তা হলো—কোথাও কোথাও কৃষকের আবাদি জমিতে অবৈধ বালু ফেলা হচ্ছে, চর অঞ্চলের কৃষকরা সহজ শর্তে কৃষি ঋণ পাচ্ছে না, তিন ফসলি জমি ও দুই ফসলি জমি পরিকল্পিতভাবে পুকুর ও খাল খনন করা হচ্ছে, যার ফলে জমিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও