ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে ডজনখানেক প্রশিক্ষকের সঙ্গে একজন পরিচালক আছেন শিক্ষার্থীদের শরীরচর্চায় সহযোগিতা করতে; অথচ সে দায়িত্ব পালন তো দূরে থাক, সেখানকার ভারপ্রাপ্ত পরিচালক নাকি শিক্ষার্থীদের কেন্দ্রমুখো না হওয়ার পরামর্শ দেন। আশ্চর্যজনক হলো, এরপরও তিনি আছেন বহাল তবিয়তে। এ হতাশাজনক খবরটিই শনিবার সমকালে প্রকাশিত হয়েছে; সেখানে শিক্ষার্থীদের বরাত দিয়ে বলা হয়েছে, আন্তঃবিশ্ববিদ্যালয়, হল ও বিভাগের গুটিকয়েক প্রতিযোগিতার আয়োজন ছাড়া বছরজুড়ে শারীরিক শিক্ষাকেন্দ্রের কোনো কার্যক্রম নেই। উপরন্তু, শারীরিক শিক্ষাকেন্দ্রে এলে ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান আলী নাকি তাঁদের বলেন– ‘এত খেলাধুলা করে কী হবে? পড়াশোনা করো, বিসিএসে মনোযোগ দাও।’
You have reached your daily news limit
Please log in to continue
ব্যায়ামের চেয়ে বিসিএস উত্তম
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন