You have reached your daily news limit

Please log in to continue


লালমনিরহাটে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি

লালমনিরহাটের আদিতমারীতে হঠাৎ ঝড়ের কবলে প্রায় অর্ধশত ঘরবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে।

সোমবার (১৬ মে) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

এর আগে রোববার (১৫ মে) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের কুটিরপাড়, বালুরবাঁধ এলাকায় ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, রোববার রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। নদী তীরবর্তী এলাকায় ঝড়ের বেগ বেড়ে যাওয়ায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে কুটিরপাড়, বালুর বাঁধ, চৌরাহা, গোবর্দ্ধন প্রভুতি গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক গাছপালা উপড়ে পড়ায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন