ভবনের নিরাপত্তা : হুঁশ ফিরছে রাজউকের
২০০৬ সালে রাজধানীতে ভবন ছিল ১১ লাখ। ২০১৬ সালে তা ২২ লাখে পৌঁছে বলে জানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক)। এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো জরিপ করেনি সংস্থাটি। এই সাত বছরে আরও কত সংখ্যক ভবন রাজধানীতে তৈরি হয়েছে তা বলা কঠিন। এর মধ্যে সিংহভাগ ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়মনীতির ব্যত্যয় ঘটেছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে। এসব বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে অগ্নিদুর্ঘটনা, ভবন ধস ও ভূমিকম্পের মতো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব নয়।
সার্বিক বিষয় বিবেচনা করে রাজধানীতে গড়ে ওঠা ভবনগুলোর অবকাঠামো নিরূপণ, নির্মাণাধীন ভবনের কাজ তদারকি, ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ভবন নির্মাণে ব্যত্যয় পাওয়া গেলে ব্যবস্থা, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর হওয়া, আউটসোর্সিং-এর মাধ্যমে মনিটরিং এবং এক্ষেত্রে তৃতীয় পক্ষ নিয়োগসহ নানা পদক্ষেপ নিতে যাচ্ছে রাজউক। রাজধানীর স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে যাচ্ছে সংস্থাটি।