কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৬ মে ২০২৩, ০৭:৩৫

উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গিয়ে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করার কোনো সুযোগ নেই। কিন্তু এ দেশে কোনো সড়ক নির্মাণ করতে গিয়ে যেভাবে গাছ কাটা হয়, তার নজির বিশ্বের অন্য কোথাও আছে বলে মনে হয় না। সর্বশেষ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণ করতে গিয়ে এমনটি ঘটেছে। ভয়াবহ ব্যাপার হচ্ছে পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ তালগাছ একেবারে উপড়ে ফেলা হয়েছে সেখানে। এর জন্য দায়ী করা হচ্ছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে। বজ্রপাত রোধে তালগাছের প্রয়োজনীয়তার কথা আমাদের কারও অজানা নয়। সেখানে এভাবে তালগাছ উপড়ে ফেলাটা ক্ষমার অযোগ্য বলেই আমরা মনে করি। 


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এক সপ্তাহ ধরে এক্সকাভেটর দিয়ে অন্তত ৩০টি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। তালগাছগুলোর বয়স ছিল ২৫ থেকে ৩০ বছর। তালগাছের পাশাপাশি এ সড়কে বন বিভাগের রোপণ করা বিভিন্ন প্রজাতির আরও অন্তত ৪০টি গাছের চারাও উপড়ে ফেলা হয়েছে। স্থানীয় লোকজনের ভাষ্য, কোনো ধরনের অনুমতি ছাড়াই মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলু গাজী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোবাহান হাওলাদারের নির্দেশে এসব গাছ উপড়ে ফেলা হয়েছে। সড়কের পাশে যাঁরা এসব তালগাছ রোপণ করেছেন, তাঁরা ইউপি চেয়ারম্যানের ভয়ে মুখে কিছু না বললেও ভেতরে-ভেতরে ক্ষোভে ফুঁসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও