ভুল স্বীকারের অভ্যাস
মানুষ হিসেবে সবাই নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার বিকাশ ঘটাতে চান। পরিবার থেকে শুরু করে সামাজিক কাজকর্ম ও পেশাগত ক্ষেত্রসহ সর্বত্র দক্ষতার প্রভাব ও গুরুত্ব রয়েছে। এটা অর্জনের অন্যতম পদ্ধতি হলো সাবলীলভাবে সত্যপথ অবলম্বন করা। মিথ্যা বর্জন করে ভুলত্রুটি স্বীকারের মানসিকতা গড়ে তোলা।
সম্মিলিত কাজের ক্ষেত্রে সবেচেয়ে ক্ষতিকর বিষয় হলো নিজের কোনো ভুল স্বীকার না করা। নিজের দোষকে ইনিয়ে-বিনিয়ে, ছলে-বলে কিংবা কৌশলে অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া। এমন অভ্যাস কোনো আদর্শ সহকর্মী কিংবা নাগরিকের কাছ থেকে প্রত্যাশিত নয়।
মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। অতএব কোনো ভুল হলে তা সঙ্গে সঙ্গে স্বীকার করা। ভুল শুধরে যথাযথ কর্র্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা অন্যের নিকট গ্রহণযোগ্যতা বাড়ার কারণও বটে। চলার পথে মানুষেরই ভুল হয়, কেউ যখন ভুল বুঝতে পারে তা শুধরে নেয়।
- ট্যাগ:
- মতামত
- ইসলামিক কথা
- ভুল স্বীকার