![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-04%2Faec38085-8d0f-4afb-a5b0-f8b728622fe9%2Fgopalganj_road_accident_280423_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=50&w=640)
গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে ৩ সবজি বিক্রেতা নিহত
গোপালগঞ্জে বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দীনেশ অধিকারী (৫৫), সঞ্জয় বৈরাগী (৩৫) এবং মিহির বৈরাগী (৪০) । এ সময় একই গ্রামের পথিক (৪৫) নামের অপর এক সবজি বিক্রেতা আহত হন।