কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাফুফের কেলেঙ্কারি দেশের সম্মানহানি

দৈনিক আমাদের সময় অঘোর মন্ডল প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১৪:১৬

ফুটবলকে ঘিরে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। অর্থনীতির বিচারে ভালো একটা অবস্থায় আমরা। মাথাপিছু আয় বেড়েছে। বৈশ্বিক আর্থিক বিপর্যয়ের মুখেও আমাদের অর্থনীতি মোটামুটি স্থিতিশীল। এই অগ্রগতি বহির্বিশ্বে আমাদের কিছুটা সম্ভ্রম বাড়িয়েছে। কিছু আর্থ-সামাজিক সমস্যা হয়তো আছে। সেসব নিয়ে দেশকে ছোট করে দেখানোর লোকও আছে। সেটা দেশে এবং দেশের বাইরে। সব জায়গায়। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের রাস্তায় পা রাখতে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে একটা দেশের মানসম্মানের অনেক কিছু নির্ভর করে তার এই অর্থবিত্তের ওপর। একটি দেশ যত বিত্তশালী হবে তার ইতিবাচক প্রভাব পড়ে দেশটার খেলাধুলা, শিল্প, সাহিত্য অনেক কিছুর ওপর। এসব ক্ষেত্রে বিনিয়োগও বাড়ে।


কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের ফুটবলে এখন আর কেউ বিনিয়োগ করতে চায় না! কারণ ফুটবল প্রশাসন নিয়ে প্রশ্ন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে। গত দেড় দশকে দেশের ফুটবলের পরিকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ফুটবলকর্তারা দেশের ফুটবলের মান উন্নয়নে কোনো সঠিক পরিকল্পনা করতে পারেননি। দেশের ফুটবলকে একটা ব্র্যান্ড হিসেবে দেশের মানুষ বা বিনিয়োগকারী কারও কাছে তুলে ধরতে পারেননি। না মাঠের পারফরম্যান্স দিয়ে। না নিজেদের নতুন চিন্তাভাবনা দিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও