৩ বছরে কেউ ব্যবহার করতে পারেনি সেতুটি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কায়েরচক এলাকায় হাকালুকি হাওরে ৩ বছর আগে নির্মাণ করা হয় কংক্রিটের একটি সেতু। তবে, সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, খালের মাঝখানে নির্মিত সেতুটির ২ পাশে কোনো সংযোগ সড়ক নেই। খালে পানি নেই। খালের নিচ দিয়ে মানুষ পারাপার হচ্ছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খসরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'এখানে একটি সেতু দরকার ছিল। কিন্তু এত উঁচু সেতুর প্রয়োজন নেই। সেতুটি প্রায় ১৫ থেকে ১৬ ফুট উঁচু। এটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে করা হয়েছে। এ কারণে সেতু থেকে কেউ কোনো সুবিধা পাচ্ছেন না।'
তিনি আরও বলেন, 'সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে পড়েছেন ৭টি গ্রামের কয়েক হাজার মানুষ। সম্পূর্ণ অপরিকল্পিত এই সেতুটি একদিনের জন্য কেউ ব্যবহার করেননি।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- সেতু নির্মাণ
- সেতু সংযোগ সড়ক