You have reached your daily news limit

Please log in to continue


জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মা ছেলে খুন

চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় চট্টগ্রামের কর্ণফুলীতে মা-ছেলে খুনের ঘটনা ঘটেছে। এতে মা হোসনে আরা বেগম ও তার ছেলে মোহাম্মদ পারভেজ নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুজন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার মো. তৈয়ব আহমেদের স্ত্রী ও ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়নের তৈয়ব আহমেদ ও মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে চলাচলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মোহাম্মদ আলীর পরিবারের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন।

এতে এলোপাতাড়ি কুপিয়ে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) ও তাঁর সন্তান মোহাম্মদ পারভেজ (৩১) গুরুতর আহত হন। গুরুতর আহত হন একই পরিবারের মোহাম্মদ আরজু (২২) ও মোহাম্মদ সিফাত (১৫) নামে আরও দুজন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন