কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্যামসাং ফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন বিং, গুগলের ৫৫ বিলিয়ন ডলার ক্ষতি

চ্যানেল আই প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ১০:৪৯

মোবাইলে সার্চ খাতে প্রতিযোগিতা জমে উঠেছে গুগল ও মাইক্রোসফ্টের বিংয়ের মধ্যে। স্যামসাং তাদের ফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে গুগল সার্চ ইঞ্জিনের পরিবর্তে মাইক্রোসফ্টের বিং ব্যবহার করার চিন্তা করছে। এই খবরে সোমবার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের ৪% স্টকের মূল্য হারিয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫৫ বিলিয়ন ডলার। এছাড়া স্যামসাংয়ের এই পদক্ষেপে গুগলের বার্ষিক আয় প্রায় ৩ বিলিয়ন ডলার নিশ্চিত কমে যাবে।


দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।


মার্চ মাসে যখন গুগল জানতে পারে যে, স্যামসাং গুগলের পরিবর্তে মাইক্রোসফ্টের বিং সার্চ ইঞ্জিন ডিফল্ট করবে, তখন গুগলের কর্মীরা হতবাক ও আতঙ্কিত হয়ে পড়ে। এর ফলে বড় ধরণের ছাটা্ইও হতে পারে।


এই বছরের শুরুতে মাইক্রোসফ্টের বিং সার্চ ইঞ্জিনের সার্চের ফলাফলে OpenAI-এর চ্যাটজিপিটি সংযুক্তি করার পর, গত ২ দশকের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় ধাক্কা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে গুগল। গুগল দুই দশক ধরে সার্চ মার্কেটে একচেটিয়া ব্যবসা করেছে এবং নিজেকে অপরিহার্য সার্চ ইঞ্জিনে পরিণত করছে। সার্চের প্রায় ৯০% মার্কেট শেয়ার তাদের দখলে ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও