
বাজেট ফ্রেন্ডলি ওয়্যারলেস ইয়ারবাডস আনছে স্যামসাং
নতুন একটি বাজেট-ফ্রেন্ডলি ওয়্যারলেস ইয়ারবাডস তৈরি করছে টেক জায়ান্ট স্যামসাং। গ্যালাক্সি বাডস এফই টু নামের ডিভাইসটি হবে ২০২৩ সালে উন্মোচিত গ্যালাক্সি বাডস এফইর পরবর্তী সংস্করণ। যেহেতু সদ্য মুক্তিপ্রাপ্ত গ্যালাক্সি বাডস থ্রি সিরিজের দাম অনেক বেশি, তাই স্যামসাং ব্যবহারকারীদের জন্য এটি একটি ভালো খবর বলে মনে করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। খবর গিজমোচায়না।
গ্যালাক্সি ক্লাব নামে এক টিপস্টার জানিয়েছে, তারা ইয়ারবাডটির মডেল নম্বর ও ফার্মওয়্যার (ডিভাইসের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা সফটওয়্যার) সম্পর্কিত তথ্য পেয়েছে। গ্যালাক্সি বাডসের মডেল নম্বর এসএমআর-৪১০। এ থেকে বোঝা যায়, বিকাশের শেষ পর্যায়ে রয়েছে গ্যালাক্সি বাডস এফই টু। প্রযুক্তিসংশ্লিষ্টদের ধারণা, নতুন ডিভাইসটি মূলত গ্যালাক্সি বাডস এফইর আদলেই ডিজাইন করা হচ্ছে। কারণ এফইর মডেল নম্বর ছিল এসএম-আর ৪০০। নতুন ইয়ারবাডের ডিজাইন বা ফিচার সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।