নিরাপত্তা শঙ্কায় দেশটির গুরুত্বপূর্ণ দুই অঞ্চলে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করেছে রাশিয়া।
আঞ্চলিক ডিজিটাল উন্নয়ন মন্ত্রীর বরাত দিয়ে শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস প্রতিবেদনে লিখেছে, শত্রুরা ব্যবহার করতে পারে এমন নিরাপত্তা শঙ্কায় দাগেস্তান ও চেচনিয়ায় টেলিগ্রাম অ্যাপটি বন্ধ করেছে তারা।
দাগেস্তান ও চেচনিয়া মূলত দক্ষিণ রাশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, রাশিয়ার এসব অঞ্চলে ইসলামপন্থী তৎপরতা বেড়েছে।
“বেশিরভাগ ক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি ব্যবহৃত হয় শত্রুদের মাধ্যমে, যার অন্যতম একটি উদাহরণ মাখাচকালা অঞ্চলের বিমানবন্দরে দাঙ্গা,” বলেছেন দাগেস্তানের ডিজিটাল উন্নয়ন মন্ত্রী ইউরি গামজাতভ। টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার কেন্দ্রীয় পর্যায় থেকে নেওয়ার কথাও বলেন তিনি।
রয়টার্স লিখেছে, মাখাচকালা বিমানবন্দরের এই দাঙ্গা মূলত ২০২৩ সালের অক্টোবরে দাগেস্তানে ঘটা একটি ইসরায়েল বিরোধী দাঙ্গা। ওই সময় ইহুদি রাষ্ট্র থেকে আসা একটি বিমানে আগত যাত্রীদের ওপর আক্রমণ চেষ্টায় বিমানবন্দরে হামলা চালায় শত শত বিক্ষোভকারী। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।