কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার উদীয়মান নেতিবাচক রাজনৈতিক ও অর্থনৈতিক মাত্রা

বণিক বার্তা মোহাম্মদ জমির প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১০:৩০

চীনা প্রেসিডেন্টের সাম্প্রতিক রাশিয়া সফর এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা বেইজিংকে পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার বিষয়কে তুলে ধরেছে, যার প্রভাব এখন এশিয়ার বাইরেও বিস্তৃত হয়েছে। বিশ্লেষক স্টিফেন কলিন্সন পর্যবেক্ষণ করেছেন, পুরো সফরটি শুধু যুক্তরাষ্ট্রের প্রতি উভয় দেশের পারস্পরিক বৈরিতার দৃষ্টিকোণের প্রতিফলন ঘটছে বলে মনে হয় না, বরং ওয়াশিংটন মনোযোগ সহকারে পাশে থেকে দেখছে এবং ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠাকারী রূপে চীনকে এক ধরনের অবজ্ঞা করেছে।


তবে এটি স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটি গুরুতর বৈদেশিক নীতিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে মনে হচ্ছে, যেখানে কৌশলগত বিশ্লেষকরা মনে করছেন যে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে বিদ্যমান বিশ্ব ব্যবস্থাকে ভেঙে ফেলার প্রচেষ্টা চলছে। কলিন্সনের মতে, উদীয়মানদের পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক উপাদানগুলোর আগাম পূর্বাভাস বুঝতে পেরেই, হোয়াইট হাউজ প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় জনসংযোগের পাল্টা আক্রমণ চালিয়েছে। মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আধুনিক ট্যাংকবহর প্রত্যাশিত সময়ের আগেই মোতায়েন ও প্রেরণের ঘোষণা দেয়ার মাধ্যমে জেলেনস্কির সরকারের জন্য মার্কিনদের কয়েক বিলিয়ন ডলারের সমর্থনকে আরো জোরদার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও