টানা তাপদাহে হাঁপিয়ে উঠেছে রাজশাহীর জনজীবন
রাজশাহী: অব্যাহত রয়েছে তাপপ্রবাহ; টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে অঞ্চলের জনজীবন। এ অবস্থায় মানুষ ও যানবাহন চলাচল কমে গেছে অনেকটা।
তাই ছেদ পড়েছে ঈদের কেনাকাটায়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) শহরবাসীর অবস্থায় বেশি বেগতিক। অনেকেই বলছেন, আকাশ থেকে যেমন আগুন ঝরছে, গরমের তীব্রতা এমনই। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত। বৃষ্টি-বাতাস না থাকার এ পরিস্থিতিতে রাজশাহীতে বিদ্যুৎ গোলযোগও ব্যাপক। লোডশেডিং হচ্ছে অহরহ। শহরের বাসিন্দারা বিদ্যুৎ বিভাগকে দুষছেন ঠিকমতো ইলেক্ট্রিসিটি সাপ্লাই না দেওয়ার জন্য। রাজশাহীতে বৃহস্পতিবারসহ গত চারদিন ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আটকে আছে তাপমাত্রার পারদ। কার্যত মৃদু তাপপ্রবাহ চলছে এ বিভাগে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন বাংলানিউজকে এ তথ্য জানান।