
তৃতীয়-চতুর্থ শ্রেণির ২ লাখ ৬৯ হাজার শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ
সরকারি চাকরিতে ১৩ থেকে ১৬তম গ্রেড (আগের তৃতীয় শ্রেণি) এবং ১৭ থেকে ২০তম গ্রেডের (আগের চতুর্থ শ্রেণি) ২ লাখ ৬৯ হাজার পদ খালি। বিপুল সংখ্যক পদ খালি থাকায় সরকারি কাজে বিঘ্ন ঘটছে। কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না জনগণ। সরাসরি নিয়োগযোগ্য এ পদগুলো দ্রুত পূরণ করতে চায় সরকার।
এসব পদে নিয়োগের এখতিয়ারাধীন মন্ত্রণালয়-বিভাগ ও দপ্তর-সংস্থাগুলোকে তাগাদা দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে এসব শূন্যপদে নিয়োগের অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, বিগত বছরগুলোতে প্রতি বছরই সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ পদ খালি ছিল। এ শূন্যপদের বড় অংশটিই ১৩ থেকে ২০তম গ্রেডের। প্রতি বছরই তৃতীয় ও চতুর্থ শ্রেণির আড়াই থেকে তিন লাখের মতো পদ খালি থাকছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর চরম বিশৃঙ্খল হয়ে পড়ে প্রশাসন। গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। তাই নিয়োগ কার্যক্রমও অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।