
ভয়কে জয় করাই সাংবাদিকের কাজ : কাদের গনি চৌধুরী
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ২১:০২
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বড়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা। তাই সত্য নিয়ে কাজ করলে ঝুঁকি থাকে বেশি। এদিক বিবেচনায় সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা।
সাংবাদিকতায় ঝুঁকি থাকবেই। ভয়কে জয় করাই সাংবাদিকের কাজ। সজাগ ও সচেতন থাকলে সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরা হারিয়ে যাবে না। সাংবাদিকতার অভিধান থেকে সততা ও পেশাদারি শব্দ দুটি কখনোই বিলীন হতে দেওয়া যাবে না। অসৎ আর হলুদ সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে।
মঙ্গলবার (৪ মার্চ) খুলনা প্রেস ক্লাবের ইফতার মাহফিলে যোগ দেওয়ার আগে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাংবাদিকতা
- চ্যালেঞ্জ মোকাবেলা