কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে বিমানবাহিনীর সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ও যুবকের মৃত্যুর ঘটনায় দুটি মামলা হয়েছে।
এর একটি করেছেন নিহত শিহাব কবির নাহিদের বাবা মো. নাসির উদ্দীন। অপরটি করা হয়েছে বিমানবাহিনীর তরফে।
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান সাংবাদিকদের বলেন, ঘটনার তিন দিন পর ২৭ ফেব্রুয়ারি বিমানবাহিনীর পক্ষ থেকে একটি মামলা করা হয়। আর সোমবার বিকালে সংঘর্ষে নিহত শিহাবের বাবা আরেকটি মামলা করেন।
দুটি মামলারই তদন্ত শুরুর তথ্য দিয়ে তিনি বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আগে মামলা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার দুপুরে ডিসি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়া এলাকা পরিদর্শনে গেলে। তখন স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।