You have reached your daily news limit

Please log in to continue


ইউএসএআইডির তহবিল বন্ধ: চাকরি হারিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের উন্নয়নকর্মীরা

গত ১৫ বছরের বেশি সময় ধরে উন্নয়ন খাতে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন সাইফুল আলম। ঢাকায় বিদেশি অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের অর্থবিভাগে কাজ করেছেন তিনি।

কিন্তু হঠাৎই তার জীবনে নেমে এসেছে দুঃসময়। ৪৭ বছর বয়সে অপ্রত্যাশিতভাবে বেকার হয়ে পড়েছেন তিনি। দুই সন্তান শহরের নামী স্কুলে পড়াশোনা করছে। কিন্তু এখন অন্য কোনো আয় না থাকায় শিগগিরই হয়তো তাকে পরিবার নিয়ে এই শহর ছাড়তে হবে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) প্রকল্প বাতিলের নোটিশ দেওয়ায় অন্য অনেকের মতো তিনিও কাজ হারিয়েছেন। গত তিন বছর ধরে তিনি এই প্রকল্পে কাজ করছিলেন।

'আমি এখন প্রকল্পের হিসাবপত্র চূড়ান্ত করছি এবং ইউএসএআইডির ওয়াশিংটন কার্যালয়ে জমা দেওয়ার জন্য শেষ মুহূর্তের কাগজপত্র তৈরি করছি,' গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন সাইফুল।

'এরপর নিজেকে এক মাস সময় দেব নতুন চাকরি খোঁজার জন্য। যদি কিছু না পাই, তাহলে গ্রামে ফিরে যাওয়া ছাড়া উপায় থাকবে না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন