কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোলাগুলির আতঙ্ক, রুমার পাড়ায়-পাড়ায় স্কুল বন্ধ

বিডি নিউজ ২৪ রুমা প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ১৯:৪২

গত কয়েক মাস ধরে সশস্ত্র ‘বম পার্টি’ ও নতুন জঙ্গি দল ‘জামায়াতুল আনসার হিল ফিন্দাল শারক্বীয়া’র বিরুদ্ধে ধারাবাহিক যৌথ অভিযানে গোলাগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের গহীন পাহাড়ের বাসিন্দাদের মধ্যে। ‘বিরূপ পরিস্থিতির’ মুখে শিক্ষার্থীরা স্কুলে না আসায় রুমা উপজেলার পাড়ায়-পাড়ায় বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।


উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আরও বলছে, ‘কিছু মানুষ’ ভয়ে পাড়া ছেড়ে পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। স্বচ্ছল কিছু পরিবার তাদের সন্তানদের পড়াশোনার জন্য উপজেলা সদর বা জেলা শহরে পাঠিয়ে দিয়েছেন।


উপজেলার যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে বা প্রায় বন্ধের পথে রয়েছে সেগুলো হচ্ছে- পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরথাহ্ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসত্লাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুননুয়াম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেসপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও