নতুন নাটকের উৎসব শুরু হচ্ছে
‘সম্প্রীতির সংস্কৃতি আনবেই মুক্তি’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘বাংলাদেশ পথনাটক উৎসব ২০২৩’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
বিকেল সাড়ে ৪টায় উৎসব উদ্বোধন করবেন নাট্যকার-নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস। সারাদেশের ৩০টি নাট্যদল ৩৫টি নতুন নাটক নিয়ে উৎসবে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এবারের আয়োজনে অনুষ্ঠানে ৩৮ জন নাট্যকারকে সম্মাননা জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে ৩টি নাটক। শুরুতেই থাকছে প্রাচ্যনাটের ‘নাইওর’। জগন্ময় পালের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। এরপর প্রদর্শিত হবে খেয়ালী নাট্যগোষ্ঠীর ‘বাঁচার লড়াই’। রচনা ও নির্দেশনায় একেএ কবীর। সব শেষে রয়েছে বৃত্ত নাট্যদলের ‘অভিশপ্ত ছায়া’। রচনা ও নির্দেশনা দিয়েছেন শামসুদ্দিন শাকিল। এছাড়াও আগামীকাল মঞ্চায়ন হবে মাহফুজুর রহমান সবুজের রচনা ও নির্দেশায় নাটক ‘চক্কর’। নাদিম মোড়লের রচনা ও নির্দেশনায় ‘ভিক্ষুক সমাচার’, আলমগীর হোসেনের নির্দেশনায় ‘ভুল সবই ভুল’ ও সাহাদাত হোসেন সাহিদের নির্দেশনায় ‘সূর্যোদয়ের হুংকার’।
- ট্যাগ:
- বিনোদন
- নাট্য উৎসব
- মামুনুর রশীদ