You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের সেমিফাইনালে খেলা উচিত বাংলাদেশের: পাপন

বাংলাদেশের ক্রিকেট আবারও পা রাখছে হাথুরু-যুগে। দ্বিতীয় দফায় হেড কোচ হয়ে ফিরেছেন এই লঙ্কান।

২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালে দায়িত্ব ছাড়েন তিনি। পাঁচ বছর পর আবারও বাংলাদেশে ফিরেছেন তিনি। তার অধীনে বাংলাদেশ দল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবারের বিশ্বকাপে সেই সাফল্য ছাড়িয়ে যাবে টাইগাররা এমনটাই চান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।  

সোমবার ঢাকায় এসে পরদিন জাতীয় দলের অনুশীলনেও ছিলেন হাথুরু। বুধবার আনুষ্ঠানিকভাবে হাজির হন সংবাদ সম্মেলনে। সেখানে নিজের পরিকল্পনা, ফিরে আসার কারণ এমন অনেক কিছু নিয়েই কথা বলেন। এরপর তার সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি অবশ্য এরপর দাবি করেছেন, সাক্ষাৎ ছিল কেবল সৌজন্যতার।

বুধবার মিরপুরে তিনি বলেন, ‘ওর সঙ্গে পরিকল্পনা-স্ট্রাটেজি নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। কারণ ওর সঙ্গে আসলে বলাটাও কঠিন। ও যেই জায়গায় আমাদেরকে দেখে গেছে, যদিও সে আমাদেরকে চেনে। এর মাঝে তো কিছু পরিবর্তনও হয়েছে। সবগুলো না জেনে ওকে ওর পরিকল্পনাগুলো জিজ্ঞেস করা কঠিন। এটা হলো আমার ধারণা, সেই জন্য আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই। ’

‘আমি নির্বাচক ও অন্যান্য পরিচালকদের সঙ্গে কথা বলে যা বুঝলাম প্রস্তুতি নিয়েই এসেছে। প্রস্তুতি বলতে খেলোয়াড়দের সম্পর্কে একটা ধারণা নিয়েই এসেছে। তার মানে আসার আগে কিছুটা কাজ করেছে হয়তো। কে কতবার কীভাবে আউট হয়েছে এইসব নিয়েও নাকি আলাপ-আলোচনা করছিল সে। এই সমস্ত ব্যাপার। ও তো এইসব ব্যাপারে একটু বিস্তারিত...। ওর সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে। খুব বেশিক্ষণ না। ওখানটায় জালাল (ইউনুস) ভাই ছিল। জালাল ভাই শেষ পর্যন্ত ছিল কি না জানি না। তিন নির্বাচক ছিল, সুজন ছিল। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন