হাথুরুর চোখ টি–টোয়েন্টি বিশ্বকাপে

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৮

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজটি খেলতে নামছে আগামীকাল। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের ৩ ম্যাচের পর বিশ্বকাপের আগে বাংলাদেশ দল খেলবে আর ৮টি ম্যাচ। তাই এটা বলাই যায়, বিশ্বকাপের দল গোছানোর জন্য খুব বেশি সময় বা ম্যাচ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের হাতে নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ সাংবাদিকদের সঙ্গে একই সুরে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  


হাথুরু যা বলেছেন, সেটায় এটাই স্পষ্ট হয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আমরা এখন থেকেই আমাদের পরিকল্পনাটা শুরু করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, সঙ্গে বিপিএলও আছে,’ বলেছেন হাথুরু। বাংলাদেশ কোচ এরপর যোগ করেন, ‘আমরা আমাদের সমন্বয়টা বের করার চেষ্টা করব। বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই, সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।’

এ তো গেল বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার বিষয়। এই সিরিজ নিয়ে আসলে কী ভাবছে বাংলাদেশ দল? নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে সর্বশেষ ওয়ানডের আগে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ দল। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে টানা ১৮ হারের পর এসেছে প্রথম জয়। টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ খেলতে নামছে টানা ৯ হারের তেতো স্বাদ নিয়ে। এবার কি নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টি-টোয়েন্টিতেও প্রথম জয়ের দেখা পাবে বাংলাদেশ?


হাথুরুর চোখ সেদিকেই। কিন্তু কাজটা যে খুব একটা সহজ হবে না, সেটা ভালো করেই জানেন বাংলাদেশ কোচ, ‘কঠিনের কথা যদি বলেন, আমরা আমাদের রেকর্ডটা জানি। এখানে আমরা একটি টি-টোয়েন্টিও জিততে পারিনি। ওয়ানডেতেও আমাদের রেকর্ডটা এমনই ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও