সৌম্যর সমস্যা কী, জানেন না হাথুরুসিংহে
সৌম্য সরকারের সমস্যা কোথায়, সেটি জানেন না চন্ডিকা হাথুরুসিংহে। তবে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অলরাউন্ডার হিসেবে দুই বিভাগে তিনি ‘গুরুত্বপূর্ণ’ অবদান রাখবেন, সৌম্যর কাছে এই প্রত্যাশার কথা আবারও জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।
বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সফরের দলে ফেরানো হয় সৌম্যকে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বিশেষজ্ঞ পঞ্চম বোলারের অনুপস্থিতিতে ৬ ওভারে ৬৩ রান দেন ডানহাতি মিডিয়াম পেসে, এরপর ইনিংস উদ্বোধনে নেমে ৪ বল খেলে কোনো রান না করেই ফিরে আসেন ড্রেসিংরুমে।
২০২২ সালে প্রায় এক বছরের বিরতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দলে ফিরেছিলেন সৌম্য, প্রথম খেলেছিলেন নিউজিল্যান্ডেই ত্রিদেশীয় সিরিজে। তবে বিশ্বকাপের পর বাদ পড়েন আবার, এরপর সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে এসেছিলেন। যদিও বিশ্বকাপ দলে জায়গা পাননি।