নজরখালী বাঁধ নির্মাণে মতবিরোধ

সমকাল টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৮

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ হবে কিনা- এ নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কর্তৃপক্ষ। গত বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সামনে দু'পক্ষ ভিন্নমত দিয়েছে। এক পক্ষ বলছে, বাঁধ হলে কয়েকটি হাওর ও পরিবেশের ক্ষতি হবে, বাধাগ্রস্ত হবে স্বাভাবিক পানি প্রবাহ। তবে আরেক পক্ষ বলছে, বাঁধ না হলে টাঙ্গুয়ার হাওরের ফসলের ক্ষতি হবে।


এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে জানান উপমন্ত্রী। জেলা হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মনিটরিং কমিটি, জনপ্রতিনিধি, কৃষক নেতা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ সভা করেন উপমন্ত্রী। সেখানে নজরখালী বাঁধের প্রসঙ্গ ওঠে। সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, টাঙ্গুয়ার হাওর বিশ্ব ঐতিহ্যের অংশ রামসার সাইট, পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত নয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও