কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চার ঘণ্টা ধরে এক ছাত্রীকে নির্যাতন করার ঘটনায় উচ্চ আদালত বিসিএস কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে বুধবার একটি রিট করেন আইনজীবী গাজী মো. মহসীন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলের পাশাপাশি কয়েক দফা নির্দেশনাসহ এ আদেশ দেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী, নিগ্রহের শিকার ওই ছাত্রীর নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে মেয়েটি ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে চিকিৎসা করাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম রক্ষার তদন্ত কমিটি গঠন করলেও সেটি কার্যক্রম শুরু করেনি। নিগ্রহের শিকার মেয়েটিকে দেখতেও দেখতেও কেউ যাননি। এটা খুবই দুঃখজনক।