বিনামূল্যে আইনি সহায়তা দিতে লিগ্যাল এইডের সক্ষমতা বাড়াতে হবে

সমকাল প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৭

সরকারি খরচে বিনামূল্যে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড অফিসের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের বিভিন্ন জেলায় কর্মরত লিগ্যাল এইড কমিটির সভাপতিরা। পাশাপাশি এ সেবা সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, লিগ্যাল এইড কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং উপজেলা পর্যায়ে অফিস সম্প্রসারণের ওপরেও গুরুত্ব আরোপ করেছেন তাঁরা।


ইউএসএআইডির প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার যৌথ উদ্যোগে শনিবার রাজধানীর একটি হোটেলে এ সভা হয়। দেশের নির্বাচিত ২০টি জেলার একজন করে ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সংশ্নিষ্ট জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এতে অংশ নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও