আজকে যে খবর পড়ছেন, ২০১৬ সালেও ঠিক একই খবরই ছাপা হয়েছিল—ঢাকা পৃথিবীর সবচেয়ে বায়ুদূষণের শহর। ২৫ ডিসেম্বর ২০১৬ সালে এ–ই নিয়ে আমি গদ্যকার্টুন কলামও লিখেছিলাম। তাতে একটা গল্প ছিল। সেটাই আবার সংক্ষিপ্ত আকারে বলছি।
‘স্থপতি হাসান চৌধুরী কখনো ভাবেননি নিজের জীবনে এ ঘটনা ঘটবে। ঢাকা শহরে সবাই গায়ের সঙ্গে গা লাগিয়ে বাড়ি বানাচ্ছে, কেউ এক ইঞ্চি জায়গাও ছাড়তে চাইছে না। এক বাড়ির সঙ্গে আরেক বাড়ির মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। এই সব দেখে হাসান চৌধুরী বলে বসলেন, সেদিন আর দূরে নয়, যেদিন ঢাকা শহরের লোকেরা ১০০ টাকা খরচ করে ১০ মিনিটের জন্য রোদ কিনে খাবে।
- ট্যাগ:
- মতামত
- বায়ুদূষণ
- বায়ু দূষণ
- ঢাকার বায়ু দূষণ