হাথুরু প্রসঙ্গে পাপন, ‘নিউজ তো আমি দেইনি’
রাসেল ডমিঙ্গো চাকরি ছেড়েছেন ভারত সফরের পরই। এরপর থেকেই জাতীয় দলের জন্য হেড কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর মধ্যে তারা হেড অব প্রোগ্রামস হিসেবে নিয়োগ দিয়েছে ডেভিড মুরসকে। এখন আলোচনায় কে হবেন পরবর্তী হেড কোচ।
চারদিকে এ নিয়ে নানা গুঞ্জন। জোর আলোচনা ছিল বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে উল্টো সুর। বর্তমান চাকরিতে পদন্নোতি পাওয়ায় নাকি আসছেন না লঙ্কান কোচ।
এ নিয়ে সোমবার সিলেটে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। এর আগেই হেড কোচ নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। এখন কোন অবস্থায় আছে এই পরিকল্পনা?
পাপন বলেছেন, ‘এখনো তাই। চলে আসবে। আমি তো জানি না। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। নিউজ তো আমি দেইনি। দেখতে পাবেন। ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন। আসবে। কে আসবে সেটা এখনো বলবো না। ’