You have reached your daily news limit

Please log in to continue


আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে একই আদালতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী মহিউদ্দিন চৌধুরি।

এর আগে গত বছরের (২০২২ সাল) ৬ এপ্রিল মতিঝিল থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গ্রেফতারের পরই তাকে আদালতে হাজির করা হয়েছিল। তখন পুলিশ জানিয়েছিল, গাড়ি পোড়ানোর পুরোনো একটি মামলায় ইশরাককে গ্রেফতার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন