You have reached your daily news limit

Please log in to continue


ইশরাকসহ বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

বিএনপি নেতা ইশরাক হোসেনসহ দলটির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালের গৌরনদী থানায় মামলা হয়েছে। পেট্রল বোমা নিক্ষেপ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও যুবলীগের ৬ নেতাকর্মীকে মারধরের অভিযোগে রাসেল রাঢ়ি নামের এক যুবক মামলাটি করেছেন। এরই মধ্যে এই মামলায় সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে রাসেল নিজেকে একজন পরিবহন শ্রমিক হিসেবে উল্লেখ করেছেন। তবে স্থানীয়রা জানিয়েছেন রাসেল গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে কয়েকমাস আগে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, এরই মধ্যে মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে দলের নেতারা দাবি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন