নিবন্ধিত দলকে নির্বাচনে অংশগ্রহণ করানো কি সরকারের দায়িত্ব

কালের কণ্ঠ গাজীউল হাসান খান প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১৫:৫৬

বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, বাংলাদেশে নির্বাচনের বছর শুরু হয়ে গেছে। অর্থাৎ সব কিছু ঠিকভাবে এগোলে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই একটি বছর খুব দীর্ঘ সময় না হলেও বিভিন্ন দিক বিবেচনায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দুটি বিগত সাধারণ নির্বাচন নিয়ে শুধু দেশে নয়, বিদেশেও যথেষ্ট আলোচনা কিংবা সমালোচনার সূত্রপাত হয়েছে। স্বদেশের পরিমণ্ডল ছাড়িয়ে বিদেশের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জাতিসংঘসহ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য সংস্থা বা দেশের প্রতিনিধিদের বিভিন্ন বক্তব্য।


গণতান্ত্রিক বিশ্বে এগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এগুলো হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যা গণতান্ত্রিক বিশ্বকে সচল রাখে এবং জনপ্রতিনিধিদের নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করে। গণতান্ত্রিক বিশ্বে এগুলো শুধু কোনো প্রচলিত ধ্যান-ধারণাই নয়, একটি দেশের গণতান্ত্রিক ভিত্তি ও কাঠামো মজবুত করার ক্ষেত্রে অপরিহার্যও বটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও