কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাংক খাত নিয়ে দুশ্চিন্তার শেষ কোথায়?

সমকাল মামুন রশীদ প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১০:২৪

ব্যাংক খাত নিয়ে অন্যান্য বিকাশমান অর্থনীতি ও দুর্বল সুশাসনের দেশের মতো আমাদেরও সব সময় চিন্তা ও উদ্বেগ ছিল। সেই সঙ্গে নতুন নতুন অর্থায়নের সাফল্যের জন্য বেশ স্বস্তিও ছিল। সাম্প্রতিক কিছু খবরে সেসব স্বস্তির স্থলে ব্যাংক খাত নিয়ে নৈতিক গ্লানি যেন বেড়ে গেছে।


স্বীকার করতেই হবে, সুশাসনের অভাব, বেপরোয়া দুর্নীতি, ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ও পরিচালকদের হস্তক্ষেপ এবং খেলাপি ঋণের মাত্রাতিরিক্ত ঊর্ধ্বগতির কারণেই ব্যাংক খাতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনা ও বৈশ্বিক মন্দার প্রভাব এই খাতে বিদ্যমান দুর্বলতাকে আরও নাজুক করে তুলেছে। বিশেষ করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাওয়ায় তা প্রকাশ্যে চলে আসে। এতে মানুষ নতুন করে সঞ্চয় করতে পারছে না। বরং আগের সঞ্চয় ভেঙে সংসারের ব্যয় নির্বাহ করছে। ঋণ পরিশোধ কমে গেছে। ব্যাংক খাত নিয়ে তাই দুশ্চিন্তা বেড়েই চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও