শিক্ষা, নিদারুণ, বেকারত্ব ও উত্তরণ

দৈনিক আমাদের সময় অজয় দাশগুপ্ত প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪

গত সোমবার এসএসসির ফল প্রকাশ হয়েছে। জিপিএ-৫ পাওয়ার আনন্দে ভাসছে সামাজিক মিডিয়া। যেসব ছাত্রছাত্রী ভালো করেছে, তাদের জানাই অভিনন্দন। যে কোনো কৃতকার্যতা প্রশংসনীয়। এমন ভালো করে নিজেদের পাশাপাশি সমাজ ও জাতির মুখ উজ্জ্বল করা সোনার ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ। কিন্তু যারা ভালো করতে পারেনি, তারাও যেন নজর না এড়ায়। একটা বিশেষ পরীক্ষা বা বিশেষ কোনো সময়ে ভালো করতে পারা, না পারায় জীবনের তেমন কিছু আসে-যায় না। কারণ জীবন কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায়, তা কেউ জানেন না। আমরা যদি দুনিয়া কাঁপানো সব মানুষের জীবনী পড়ি বা জানি, তা হলে জানব- তাদের অনেকেই এক সময় অকৃতকার্য হয়েছিলেন। তাদের সেই অকৃতকার্যতাই পথ করে দিয়েছিল নতুনভাবে চলার। ফলে এমন রেজাল্টই শেষ কথা নয়।


মূল বিষয়ে আসি। এই যে এত আনন্দ আর উদযাপন, এর পর কী? এর পর বলতে আমি বোঝাচ্ছি জীবনের কী হবে? জীবনে তাদের ভবিষ্যৎ কী? তাদের ৮০ শতাংশই দেশ ছেড়ে যাবে না। বড়জোর ২০ শতাংশ পারবে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে ভালো কিছু করতে। দেশ ছেড়ে যাওয়ার প্রসঙ্গ উঠছে এ কারণে- আমাদের সরকারি লোকজন যাই বলুক না কেন, বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। জীবনের নানা খাতে উন্নয়ন আর অগ্রগামিতা সুদূর পরাহত। খালি দৃশ্যমান উন্নয়নে পেট ভরে না। সেতু, সুড়ঙ্গ বা উড়াল পুল দরকার আছে। এগুলো আমাদের উন্নয়নের ধারাকে এগিয়ে দিচ্ছে। কিন্তু এসবই কি সবকিছু?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও