কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ষাটোর্ধ্ব বাবা ও ছেলে

কালের কণ্ঠ বাংলাবান্ধা প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ১৭:১১

‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়’ স্লোগান নিয়ে ষাটোর্ধ্ব এক বাবা ও তার ছেলে তেঁতুলিয়া থেকে টেকনাফ পদযাত্রা শুরু করেছেন। রবিবার সকালে তারা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন। ২০ দিন হেঁটে টেকনাফ পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন এই পিতা-পুত্র। পদযাত্রাটি গাইবান্ধার সাবেক সেনা সদস্য সাদেক আলী সরদার (৬৭) ও তার ছেলে মোস্তাফিজুর রহমানের (৩৭) ৫০তম মিশন।


এবার তাদের লক্ষ্য দেশের দীর্ঘতম সড়কপথ হেঁটে পাড়ি দেওয়া। রবিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফের উদ্দেশে পদযাত্রা শুরু করেন তারা। প্রথম দিনেই প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা পঞ্চগড় জেলা সদরে পৌঁছান। সোমবার সকাল ৬টা থেকে তাদের পথচলা আবার শুরু হয়।   তাদের উদ্দেশ্য পিতা-পুত্রসহ পারিবারিক বন্ধন আরো জোরালো করা। একই সঙ্গে পথে পথে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, মাদকের কুফলসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও