আগামীকাল ১৯ নভেম্বর মালয়েশিয়ার পঞ্চদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান ফেডারেল সংসদের (দেওয়ান রাকায়েত) পাঁচ বছরের মেয়াদ ১৬ জুলাই ২০২৩ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি রাজার অনুমোদনক্রমে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ফেডারেল সংসদের ২২২টি আসনের নির্বাচন ছাড়াও ওই তারিখে তিনটি রাজ্যের (স্টেটের) সংসদ নির্বাচনে মালয়েশিয়ার ভোটাররা ভোট দেবেন। সম্প্রতি ভোটার হওয়ার বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৬০ লাখ বেড়ে দুই কোটি ১০ লাখে দাঁড়িয়েছে।
সর্বশেষ তথ্যমতে, ২২২টি আসনের জন্য ভোটের লড়াইয়ে নেমেছেন ৯৪৫ জন প্রার্থী।